আশরাফ আলী সোহান: লংমার্চ উপলক্ষে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত:

শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

লংমার্চ উপলক্ষে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত:



উত্তাল রাজপথ, সারাদেশে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন মিয়ানমারে সেনা-পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধ। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সকল প্রকার নাগরিক ও মানবিক অধিকার ফিরিয়ে দেয়া। জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী ৫ লক্ষাধিক রোহিঙ্গাকে তাদের স্বদেশ মিয়ানমারে ফিরিয়ে নেয়া। আন্তার্জাতিক আদালতে রোহিঙ্গা মুসলামনাদের গণহত্যা ধর্ষণের বিচার। মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মানবিক বিপর্যয় রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবীতে আগামীকাল ১৮ ডিসেম্বর ‘১৬ মিয়ানমার অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে এবং পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী এক দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হবে। লংমার্চকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যমত সদস্য এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আজকের প্রেস ব্রিফিংয়ে নিন্মোক্ত তথ্যাবলী পেশ করেন। ১. লংমার্চ বাস্তবায়ন কমিটি ও উপ কমিটি ২. প্রচার মিডিয়া সেল গঠন ৩. জমায়েত: যাত্রাবাড়ী কাজলা ফ্লাইওভারের গোড়ায় ৪. জমায়েত ১৮ ডিসেম্বর’১৬ সকাল ৯ঘটিকা ৫. বাস ও মাইক্রো/হাইয়েজ গাড়ীতে যাত্রা: যাত্রা শুরু সকাল ১০.৩০ মিনিট তিনি লংমার্চে প্রাথমিক পর‌্যায়ে অনুষ্ঠিতব্য জনসভা/পথসভাসমূহও পেশ করেন। তন্মদ্ধে... ক. কাঁচপুর সকাল ১১টা খ. গৌরীপুর ১১.৩০মিনিটে গ. দাউদকান্দি বেলা ১২টা ঘ. কুমিল্লা বিশ্বরোড দুপুর ২টা ঙ. ফেনী মহিপাল বিকাল ৪টা চ. বারইয়ারহাট ৫টা ছ. চট্রগ্রাম জমিয়াতুল ফালাহ ময়দানে গণজমায়েত রাত ৭টা ও রাত্রিযাপন চট্টগ্রামে জ. চট্রগ্রাম থেকে ১৯ ডিসেম্বর সকাল ৮ ঘটিকায় চট্টগ্রাম থেকে মিয়ানমার উদ্যেশ্যে যাত্রা শুরু। ঝ. পটিয়া পথসভা : সকাল ১১টা ঞ. কেরানীরহাট সাতকানিয়া পথসভা : ১২টা ত. চকরিয়া কক্সবাজার পথসভা ও জোহরের নামাজ থ. কক্সবাজার লিংক রোড পথসভা বাদ আসর দ. বাদ আসর পথসভার পর মায়ানমারের উদ্যেশে যাত্রা... প্রেস ব্রিফিংয়ে অসংখ্য সাংবাদিকদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন