আশরাফ আলী সোহান: শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস পরিবর্তন করায় পীর সাহেব চরমোনাই’র সন্তোষ প্রকাশ

রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস পরিবর্তন করায় পীর সাহেব চরমোনাই’র সন্তোষ প্রকাশ

সিলেবাসের বাংলা বই থেকে গণ-মানুষের বোধ-বিশ^াস ও ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই। আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের পর শেষতক সরকারের নীতি নির্ধারকগণ যে বিষয়টির গুরুত্ব ও নাজুকতা উপলব্ধি করতে পেরেছেন এ জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি এনসিটিবি বা শিক্ষা মন্ত্রণালয়ে কোন অশুভ শক্তি আমাদের ছেলে-মেয়েদেরকে আমাদের ধর্মবিশ^াস এবং আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে দূরে সরিয়ে আমাদের স্বকীয়তাবোধ এবং আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে হুমকির মূখে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করেছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে।



পীর সাহেব চরমোনাই আরো বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাট-বল্টু ত্রুটির কারণে যেমন তদন্ত শুরু হয়েছে তেমনি একটি জাতিকে ধ্বংস করার জন্যে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের খুঁজে বের করার জন্যেও তদন্ত হতে হবে। পীর সাহেব চরমোনাই পাঠ্য সিলেবাসের মতো জাতীয় শিক্ষানীতি ২০১০-এর অসঙ্গতি দূর করার জন্যেও সরকারের নীতি নির্ধারকদের প্রতি জোর দাবী জানান। তিনি প্রস্তাবিত শিক্ষাআইন ২০১৬ অবিলম্বে প্রত্যাহার করে নেয়ারও আহবান জানান।

1 টি মন্তব্য:

  1. I think what you wrote was very reasonable. But, what about
    this? what if you were to write a killer post title?

    I mean, I don't wish to tell you how to run your website, however suppose you added something to maybe
    grab people's attention? I mean শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস
    পরিবর্তন করায় পীর সাহেব চরমোনাই’র সন্তোষ প্রকাশ | | IAB News is kinda boring.
    You might peek at Yahoo's front page and watch how they write news headlines to grab people
    to open the links. You might add a video or a related picture or two
    to get people excited about what you've written. In my opinion,
    it might bring your posts a little livelier. http://arapahoedems.org/?option=com_k2&view=itemlist&task=user&id=111443

    উত্তরমুছুন