আশরাফ আলী সোহান: আগস্ট 2015

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

আপনিকি চাকুরী খুজছেন??? চাকুরী সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বুকমার্ক করে রাখুন।

আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো।  যে যে অবস্থানে আছেন, নিজের অবস্থানকে আরো সুদৃঢ় করতে চেষ্টা অব্যাহত যুগ ‍যুগ থেকে ছিলো এবং থাকবে। তারই ধারাবাহিকতায় বর্ত
মান অবস্থার পাশাপাশি নিজেকে আরো ভালো অবস্থানে নিতে বিভিন্ন মাধ্যমের পাশাপাশি চাকুরীর সাইট গুলোর প্রতি অনেকেরই নজর থাকে।
কিন্ত চাকুরীর সকল সাইট গুলোতে নির্ভ রযোগ্য বলা যায় না।
নিচে বৈশিষ্ট্য সম্বলিত চাকুরীর কয়েকটি ওয়েবসাইটের এর পরিচয় দেয়া হলো -
১।  BDJOBS   এটি জব সাইট গুলোর মধ্যে সবচেয় জনপ্রিয় সাইট হিসেবে জায়গা করে নিয়েছে।  প্রতি মাসে গুগলে এডসেন্স থেকে সাইটটি অনেক বড় অংশ আয় করে থাকে।
২্। PROTHOM-ALOJOBS   বিডিজবস এরপর এ সাইটটির অবস্থান। ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন জব এখোনে সার্চ  দিয়ে পাবেন।
৩। BDJOBS TODAY  তুলনামূলকভাবে কম জনপ্রিয় হলেও এ সাইটটিও শীর্ষে  রয়েছে।  দেশের বিভিন্ন জব ক্যাটাগরি অনুযায়ী এখানেও সার্চ করতে পারেন।
৪।  JOBS A1 পাশাপাশি এ সাইটটিও শীর্ষে  রয়েছে।   বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এখানেও জব  সার্চ করতে পারেন।
৫। JOB STREET    দেশ বিদেশের বিভিন্ন জব সার্চ করতে পারেন এ সাইটের মাধ্যমে
৬।  ALL JOBS BD  এ সাইটটিতে আপনি জব খোজার পাশাপাশি জব টিউনও করতে পারেবন।
৭।  JOBSNEWS24   এখানে আপনি পত্রিকার সার্কুলার সহ জব এর খোজ পাবেন।
৮।  BD SOB  এ সাইটটিতেও আপনি জব খোজার পাশাপাশি সবকিছু পাবেন তাই এর নাম বিডিসব তাছাড়া  জব টিউনও করতে পারবেন 

৯। ENGINEERING AND OTHER JOBS   প্রকৌশল ভিত্তিক ও অন্যান্য দেশী বিদেশী জব এর জন্য আপনি এ সাইটটি ভিজিট করতে পারেন। 
১০। JOBS BANGLADESH প্রফেশনাল জবের সমন্বয় রয়েছে সাইটটিতে।  দেশ বিদেশের আপডেট জব নিয়ে সাইটটি জনপ্রিয়তা পাওয়ার আশায় এগিয়ে যাচ্ছে।   

তাছাড়া  ফেসবুক এর কয়েকটি ফ্যান পেজ চাকুরীর খোজ খবর দেয়ার ক্ষেত্রে শীর্ষ স্থান দখল করে নিয়েছে। আপনি এসব পেজের সাথে কানেক্টেড থেকে আপডেট জব এর খোজ পেতে পারেন। 
অফলাইন জব বাদ দিয়ে এবার আসুন অনলাইন জবের ক্ষেত্রে কারা কারা শীর্ষ
 স্থানে আছে এবং কোন কোন সাইট আপনাকে সহযোগীতা করতে পারে। 
১।  UPWORK  অনলাইন জবের ক্ষেত্রে জনপ্রিয় একটি সাইট।  এটি শুধু অনলাইনে আউটসোর্সিং এর কাজের জন্য প্রযোজ্য।
২।  MICROWORKERS  অনলাইনে ছোট ছোট কাজের জন্য সাইটটি জনপ্রিয়। আপনি চেষ্টা করে দেখতে পারেন। 

৩। GURU এটি বাংলাদেশের একটি জনপ্রিয় মার্কেটপ্লেস।  এখানে ছোট বড় সব ধরনের কাজ রয়েছে।

প্রয়োজনে ইমেইলে নক করবেন


বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

৫৪টি দেশের ভিসা চেক করুণ অনলাইনে ========================= ১. তানজানিয়া- http://www.tanzania.go.tz/ ২. কাতার- http://www.moi.gov.qa/site/english ৩. কুয়েত- http://www.moi.gov.kw/ ৪. পাকিস্তান- http://www.moitt.gov.pk/ ৫. সৌদি আরব- http://www.moi.gov.sa/ ৬. দুবাই/আরব আমিরাত- http://www.moi.gov.ae/ ৭. মিশর- http://www.moiegypt.gov.eg/english/ ৮. বাংলাদেশ- http://www.moi.gov.bd/ ৯. সাইপ্রাস- http://moi.gov.cy/ ১০. নেপাল- http://www.moic.gov.np/ ১১.আলবেনিয়া- http://www.moi.gov.al/ ১২ জামবিয়া- http://www.moi.gov.gm/ ১৩. জর্দান- http://www.moi.gov.jo/ ১৪. ইন্ডিয়া- http://labour.nic.in/ ১৫. কেনিয়া- http://www.labour.go.ke/ ১৬. ইটালী- http://www.labour.gov.on.ca/english ১৭. সিংগাপুর- http://www.mom.gov.sg/ ১৮. গ্রীস- http://www.mddsz.gov.si/en ১৯. শ্রীলংকা- http://www.labourdept.gov.lk/ ২০. দক্ষিণ আফ্রিকা- http://www.labour.gov.za/ ২১. ইরান- http://www.irimlsa.ir/en ২২. গানা- http://www.ghana.gov.gh/ ২৩. তাইল্যান্ড- http://www.mfa.go.th/ ২৪. বাহরাইন- http://www.mol.gov.bh/ ২৫. ভূটান- http://www.molhr.gov.bt/ ২৬. কলমবিয়া- http://www.labour.gov.bc.ca/esb/ or http://www.gov.bc.ca/citz ২৭. কানাডা- http://www.labour.gov.on.ca/english/ or http://www.cic.gc.ca/ ২৮. বারবাডোস- http://www.labour.gov.bb/ ২৯. কোরিয়া- http://www.moel.go.kr/english ৩০. জাপান- http://www.mhlw.go.jp/english/ ৩১. সাইপ্রাস- http://www.mfa.gov.cy/ ৩২. ভিয়েতনাম- http://english.molisa.gov.vn/ ৩৩. নিউজিল্যান্ড- http://www.dol.govt.nz/ ৩৪. নামিবিয়া- http://www.mol.gov.na/ ৩৫. মালদ্বীপ- mhrys.gov.mv/ ৩৬. মায়ানমার- http://www.mol.gov.mm/ ৩৭. লেবানন- http://www.labor.gov.lb/ ৩৮.পোল্যান্ড- http://www.mpips.gov.pl/en ৩৯. ইংল্যান্ড- http://www.ukba.homeoffice.gov.uk/ ৪০. বুলগেরিয়া- http://www.mlsp.government.bg/en ৪১. আমেরিকা- http://www.dvlottery.state.gov/ESC or http://www.dol.gov/ ৪২. স্পেন- http://www.mtin.es/en ৪৩. ইউক্রেইন- http://www.mlsp.gov.ua/ ৪৪. উগান্ডা- http://www.mglsd.go.ug/ ৪৫. পেলেস্তাইন- http://www.mol.gov.ps/ ৪৬. ব্রুনাই- http://www.labour.gov.bn/ ৪৭. ইয়ামেন- http://www.dol.gov/ ৪৮. নেদারল্যান্ড- http://english.szw.nl/ ৪৯. জামবিয়া- http://www.mlss.gov.zm/ ৫০. অষ্ট্রেলিয়া- http://www.workplace.gov.au/ ৫১. জিমবাবুয়ে- http://www.dol.gov/ ৫২. ফিলিফাইন- http://www.dole.gov.ph/ ৫৩. মালয়েশিয়া- http://www.mohr.gov.my/ ৫৪. রাশিয়া- http://www.labour.gov.on.ca/ ৫৫. ওমান- http://www.rop.gov.om/english/onlineservices_visastatus.asp
হেল্প দরকার হলে অবশ্যই email a নক করবেন

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

উলামায়ে কেরাম এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হলে ইসলামবিদ্ধেষী নাস্তিক-মুরতাদ গোষ্ঠী পালানোর পথ খুঁজে পাবে না -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, প্রচলিত আদর্শ বিবর্জিত রাজনীতির করালগ্রাস থেকে বের হয়ে আদর্শিক রাজনীতি প্রবর্তন এবং রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতকাতলে ফিরে আসতে হবে। ইসলামই মানবতার মুক্তি নিশ্চিত করেছে। আজ যারা ইসলামের নামে অনৈসলামী রাজনীতির চর্চা করছে এবং তাগুতকে শক্তিশালী করার জন্য মরিয়া হয়ে উঠেছে তাদের দ্বারা ইসলাম ও ইসলামী তাহজীব সংরক্ষণ করা সম্ভব হবে না। 

তিনি বলেন, উলামায়ে কেরাম ও ইসলাম শক্তি এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হলে ইসলামবিদ্ধেষী নাস্তিক-মুরতাদ গোষ্ঠী পালানোর পথ খুঁজে পাবে না। এদেশে ইসলামী শক্তিকে মাইনাস করে কেউ কিছু করতে পারবে না। ইসলামী রাজনীতি নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন-বিধান। একথা যারা স্বীকার করে না তারা মুসলমান থাকতে পারে না।

তিনি বলেন, বর্তমানে অতীতের যে কোনো সময়ের চাইতে এখন ইসলামী দল, সংগঠন ও জনতার মধ্যে ইস্পাত কঠিন ঐক্যের প্রয়োজন। কারণ আজ আমরা নানা সংকটের মধ্যে নিক্ষিপ্ত। দেশ-জাতি ও জনগণের স্বতন্ত্র জাতীয়তাবোধ, আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, রীতি-নীতি, তাহযিব-তমদ্দুন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের চেতনাকে ধ্বংস করার জন্যে হেন অপপ্রয়াস নেই, যা করা হচ্ছে না। কিন্তু ঐক্যের মাপকাঠী হতে হবে কুরআন ও সুন্নাহ, অর্থ্যাৎ আল্লাহর রুজু আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মানিকনগর পুকুরপাড় সংলগ্ন মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে বয়ান পেশ করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ পীর সাহেব খুলনা, মাওলানা আব্দুর রাজ্জাক। তাছাড়া স্থানীয় মাদরাসা ও মসজিদের ইমাম-খতীবগণ গুরুত্ব¡পূর্ণ আলোচনা পেশ করেন।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৫/০৮/২০১৫ ইং

শনিবার, ৮ আগস্ট, ২০১৫

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্ধীনস্ত অনার্স কোর্সের ভয়াবহ সেশনজটের প্রতিবাদে উত্তপ্ত রাজপথে


যেখানেই ছাত্রদের স্বার্থ বিঘ্নিত সেখানেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ছাত্রদের পাশে দাড়িয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্ধীনস্ত অনার্স কোর্সের ভয়াবহ সেশনজটের প্রতিবাদে উত্তপ্ত রাজপথে আমরা দাড়িয়েছি। প্রতিবাদ করেছি।
ঘোষিত হয়েছে নতুন কর্মসূচি। আগামী ১৩ আগষ্ট সারাদেশের অানার্স পাঠদানকারী কামিল মাদ্রাসার সামনে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
আসুন, শিক্ষাখাতে অরাজকতার বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করি। ছাত্রদের অধিকার আদায়ে সচেষ্ট হই।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

আপনার একটা চা খাওয়ার টাকায় একজন মানুষের জীবন বেঁচে যেতে পারে।




বন্ধুদের সাথে একবেলার আড্ডায় যে টাকা খরচ করেন সেই টাকায় কয়েকজন ক্ষুধার্থের মুখে হাসি ফুটাতে পারে। মানুষ হিসেবে আমাদের প্রমান করার সুযোগ এসেছে।
বিনিত আবেদন করছি অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর জন্যে।