পুঁজিবাদ মানুষের দারিদ্রতাকে ঢাল হিসেবে ব্যবহার করে;
শ্রমিক মুক্তির একই পথ, ইসলামী হুকুমত -শেখ ফজলুল করীম মারুফ
৫৫ টা পোশাক কারখানার শ্রমিকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলনে নেমেছে।
পোশাক মালিকেরা তাদের দাবী তো মানেই নাই উল্টো পোশাক মালিকেরা কারখানা বন্ধ করে দিয়েছেন।
মানে হলো, বেশী বেতন-ভাতার জন্য আন্দোলন হলে এখন যেটা পাচ্ছো সেটাও বন্ধ করে দেয়া হবে। শ্রমিকরা এখন বাধ্য হবে দাবী ছেড়ে দিয়ে মালিকের সাথে আপোষ করতে।
কারন তাকে তো আগামী মাসেই তার বাসা ভাড়া দেয়া লাগবে, বাড়িতে টাকা পাঠানো লাগবে। কাজ না করলে তার নিজের, সন্তানের ও বামা-মার মুখে খাবার উঠবে না।
পুঁজিবাদ এভাবেই মানুষের চরম দারিদ্রতাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের আখের গোছায়। আর পুঁজিবাদের সরকারগুলো তাতে সমর্থন করে যায়।
“শ্রমিক মুক্তির একই পথ, ইসলামী হুকুমত“
লেখকঃ
সেক্রেটারী জেনারেল
ইশা ছাত্র আন্দোলন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আসবো আবার ফিরে ------------------------------------------------------------------------ - মুহিব খান কারবালা হতে পলাশী পেরিয়ে শাপলার পা...
-
গত ১৮ ডিসেম্বর মিয়ানমারের মুসলিম হত্যা বন্ধের দাবিতে সরকার শান্তিপূর্ণ লংমার্চে বাধা প্রদানের প্রতিবাদে গতকাল বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল ...
Nur nobi
উত্তরমুছুনমুক্তির মূলমন্ত্র - ইসলামী শাসনতন্ত্র
উত্তরমুছুন