আশরাফ আলী সোহান: মুসলি জাতির দুর্দিনে কুরআন-সুন্নাহ'র অনুসরণের বিকল্প নেই : মুফতী মিজানুর রহমান সাঈদ

বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মুসলি জাতির দুর্দিনে কুরআন-সুন্নাহ'র অনুসরণের বিকল্প নেই : মুফতী মিজানুর রহমান সাঈদ



শায়েখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ বলেছেন, মুসলিম জাতি দুর্দিন থেকে মুক্তির জন্য শর্ত একটিই,  কুরআন ও সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা।

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনের বিশেষ অতিথির  বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি মিজান বলেন, আল্লাহর রাসূল সা. বলেছেন, যতোদিন তোমরা কুরআন ও সুন্নাহ আঁকড়ে থাকবে ততোদিন তোমাদের পতন ও বিপর্যয় হবে না। আজ আমরা এ দুটোই ছেড়ে দিয়েছি বিধায় সারা বিশ্বে আজ মুসলমানদের চরম দুর্দিন বিরাজ করছে। এর থেকে পরিত্রাণের একটাই রাস্তা, তা হলো- কুরআন ও সুন্নাহকে আমাদের শক্তভাবে আঁকড়ে ধরতে হবে।

 

মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, শায়খুল হাদীস মাওলানা মকবুল হোসাইন, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, মুহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন