আশরাফ আলী সোহান: গ্যাস-বিদ্যুতের দাম ফের বাড়ালে জনদূর্ভোগ বাড়বে-মহাসচিব ইউনুছ আহমাদ

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

গ্যাস-বিদ্যুতের দাম ফের বাড়ালে জনদূর্ভোগ বাড়বে-মহাসচিব ইউনুছ আহমাদ

আইএবি ডেক্স: সরকা গ্যাস বিদ্যুতের দাম ফের বাড়ালে জনদূর্ভোগ বাড়বে বলে সরকারকে হুশিয়ার করে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ আজ এক বিবৃতিতে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির এই চক্রান্তর বিরুদ্ধে দেশবাসী রুখে দাড়াবে। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে। তিনি অভিযোগ করেন, জনগণের জীবন যাপন আরো কঠিন হয়ে পড়বে। কৃষি ও শিল্প উন্নয়নে বাধাগ্রস্থ হবার পাশাপাশি ব্যাপক প্রভাব পড়বে। কাজেই বার বার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা থেকে সরকারকে সরে আসতে হবে। এধরণের পরিকল্পনা থেকে সরে না এলে দেশবাসী জীবন বাঁচানোর তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে। তখন তা কোনভাবেই নেমে আসলে সরকারের কল্যানে আসবে না।
বিবৃতিতে তিনি আরও বলেন, জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে সরকার জনগণের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। তারা এখন নিজেদের আখের গুছাতে আবারো গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্ত করছে। গত কয়েক দিন আগে গ্যাসের মূল্য একসাথে আড়াইশ টাকা বৃদ্ধি করা হয়েছে যার ঘা এখনো শুকায়নি। আবার নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্ত রুখতে দেশপ্রেমিক জনতা রাজপথে নামতে বাধ্য হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন