আশরাফ আলী সোহান: লংমার্চ কেন? পর্ব ১:

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬

লংমার্চ কেন? পর্ব ১:

মাওলানা আবদুর রাজ্জাক আমরা মানুষ এবং মুসলমান হিসেবে আমাদের দেহের রক্ত আর মিয়ানমারের মুসলমানের রক্তের মাঝে কোন ব্যবধান নেই,থাকতে পারেনা। মিয়ানমারের নারীরা আমাদের মা, তরুনীরা আমাদের বোন, শিশুরা আমাদের সন্তান বা ছোট ভাই ও বোনের মত। বয়স্ক পুরুষরা আমাদের বাবা, তরুনরা আমাদের ভাই। আজ তারা যেভাবে নির্যাতিত হচ্ছে আধুনিক দুনিয়াতে এর কোন নজীর নেই। নারী পুরুষদের গলা কাটা লাশ, জীবন্ত দেহ থেকে চামড়া তুলে ফেলার দৃশ্য, তরুনীদের ধর্ষনের পর আগুনে পুড়িয়ে হত্যার চিত্র আমাদেরকে স্থির থাকতে দেয়না, দিতে পারেনা। প্রতিবেশি রাষ্ট্র হিসেবে আমাদের সরকারের দায়িত্ব ছিল তাদেরকে রক্ষার জন্য সেনাবাহিনী পাঠানোসহ সব ধরনের ব্যবস্থা গ্রহন করা। কিন্তু আমাদের দেশের সরকার মুসলমান হলেও তাগুতের সহচর। এমতাবস্থায় আমরা প্রতিবেশি রাষ্ট্রের মুসলিম নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হল সরকারের বাধাকে অতিক্রম করে মুসলিম ভাই বোনদের পাশে দাড়ানো এবং তাদেরকে রক্ষার জন্য উম্মাদ বৌদ্ধদের বিরুদ্ধ জিহাদে অংশগ্রহন করা।তাদেরকে উচিত শিক্ষা দেয়া।আমরা যদি তাদের পাশে না দাড়াই তবে কে দাড়াবে? ভারত, ইউরোপ আমেরিকা, চিন, জাতিসংঘ সবই মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কুফুরী শক্তি। তারা আমাদের আবেদন শোনছেনা, শোনবেনা।

২টি মন্তব্য: