আশরাফ আলী সোহান: বরিশাল মহাসমাবেশ প্রস্তুতি সভা অনুষ্ঠিত : দিক নির্দেশনায় ‍মুফতি ফয়জুল করীম

সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

বরিশাল মহাসমাবেশ প্রস্তুতি সভা অনুষ্ঠিত : দিক নির্দেশনায় ‍মুফতি ফয়জুল করীম

আজ ২জানুয়ারি'১৭ (সোমবার) দুপুর ২টায় চরমোনাই আল কারীম অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দাঃবাঃ এর সভাপতিত্বে ও সদস্য সচিব উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।


বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সিনিঃ সহ-সভাপতি মাওলানা ইদরীস আলী, মহানগর সহ-সভাপতি মাওলানা জাকারিয়া হামিদী, ঝালকাঠি জেলা সহ-সভাপতি হাফেজ মুহা. আলমগির হোসেন, পটুয়াখালী জেলা সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, বরগুনা জয়েন্ট সেক্রেটারি জাকির হোসেন, পিরোজপুর জেলা সেক্রেটারি শিহাব উদ্দিন, ভোলা উত্তর সভাপতি সিরাজুল ইসলাম, ভোলা দক্ষিণ বামুক সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন, ইশা ছাত্র আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, মহানগর আহবায়ক আরিফ শাহরিয়ার, পটুয়াখালী জেলা সভাপতি জাহিদুল ইসলাম, ঝালকাঠি জেলা সভাপতি ইয়াকুব হুসাইন, ভোলা উত্তর সভাপতি সৈয়দ ইমরান, দক্ষিণ সভাপতি মনির হোসাইন, বরগুনা সভাপতি ইদরীসুর রহমান, চরমোনাই আলিয়া সাধারণ সম্পাদক আবু বকর প্রমুখ।

উক্ত সভায় প্রধান অতিথি মহাসমাবেশে নেতাকর্মীর উপস্থিতি, অর্থের যোগান, সার্বিক ব্যবস্থাপনা ও অন্যান্য জরুরী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। সবশেষে সভার সভাপতি দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন