আশরাফ আলী সোহান: দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কমিশন সকল দলের প্রত্যাশা : পীর সাহেব চরমোনাই

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

দলীয় প্রভাবমুক্ত নির্বাচন কমিশন সকল দলের প্রত্যাশা : পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) দলীয় প্রভাবমুক্ত নির্দলীয় ও আল্লাহভীরু লোক দিয়ে নির্বাচন কমিশন গঠেনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ৫ জানুয়ারির মত কোন নির্বাচন জাতি দেখতে চায় না। এজন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নিবন্ধিত দলগুলোর সাথে সংলাপের প্রস্তাবনার আলোকে নির্বাচন কমিশন গঠন করতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং পেশী শক্তি, কালো টাকা, দলীয় প্রভাবমুক্ত ও স্বচ্ছ নির্বাচন পদ্ধতির নিমিত্তে একটি আইনি কাঠামো প্রণয়নও করতে হবে। গতানুগতিক এবং অতীতের নির্বাচনের পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য রাষ্ট্রপতিকে জোরহস্তে পদক্ষেপ নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন