আইএবি নিউজ: অদ্য ২৯ জানুয়ারি'১৭ মঙ্গলবার বিকাল ৩টায় চন্দনা চৌরাস্তা সংলগ্ন ময়মনসিংহ রোডে টেকনগপাড়াস্থিত সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার উদ্যোগে নগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফাইজুদ্দিন এর সভাপতিত্বে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন'১৭ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
পীর সাহেব চরমোনই তার বক্তব্যে বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে সর্বত্রই আজ হিন্দুত্ববাদ-নাস্তিক্যবাদীদের দোর্দন্ড প্রতাপ চলছে। প্রশাসনের ছত্রছায়ায় ওদের আদর্শ ও সংস্কৃতি বাস্তবায়নের অপচেষ্টা চলছে। যার ফলে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় রীতি-নীতি বিরোধী আয়োজন উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে। দুর্নীতি দুঃশাসন ও অপসংস্কৃতির সয়লাবে দেশ-জাতি আজ চরম বিপর্যস্তকর অবস্থায় কালাতিপাত করছে। হত্যা, ধর্ষণ, ছিনতাই ও গুম- নির্যাতনের কারণে জনগণ দিশেহারা হয়ে পরেছে। এ নাজুক পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল-কর্মী সকলকে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে; সাংগঠনিক কাজে আরো তৎপর হতে হবে।
তিনি সরকারকে অবিলম্বে সুপ্রিমকোর্ট চত্তর থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ করার উদাত্ত আহবান জানান। অন্যথায় আপামর মুসলিম জনতাকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন।
বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইশা ছাত্র আন্দোলনের নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জি.এম রুহুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্দোনের গাজিপুর জেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাঃ নাসির উদ্দিন।
সম্মেলনে আরো বক্তব্য পেশ করেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়াজি, ইসলামী শ্রমিক আন্দোলন গাজীপুর মহানগর আহবায়ক শ্রমিক নেতা ইকবাল হোসেন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন গাজীপুর মহানগরের আহবায়ক আলহাজ্ব মাওলানা এম.এ সরকার, ইশা ছাত্র আন্দোলন গাজীপুর জেলা সভাপতি এইচ.এম আব্দুল ওয়াহিদ প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
-
সিলেবাসের বাংলা বই থেকে গণ-মানুষের বোধ-বিশ^াস ও ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছ...
ইনশাআল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে নিজেকে আল্লাহর পথে বিলিন করার জন্য প্রস্তুত আছি
উত্তরমুছুনএই প্রেস বিজ্ঞপ্তিটি গতকাল তৈরী করেছিলাম৷
উত্তরমুছুন