আশরাফ আলী সোহান: সাংস্কৃতিক আগ্রাসন রুখতে ভারতীয় সব চ্যানেল বন্ধ করতে হবে : অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭

সাংস্কৃতিক আগ্রাসন রুখতে ভারতীয় সব চ্যানেল বন্ধ করতে হবে : অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্টার জলসাসহ ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে বাংলাদেশের পারিবারিক বন্ধন টিকাতে হবে। অপরদিকে ভারতীয় চ্যানেলে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসপ্রায়। যুব সমাজ ধ্বংস হলে ভবিষ্যৎ নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে। কাজেই ভারতীয় টিভি চ্যানেল আমাদের প্রিয় জন্মভুমিকে ক্ষত-বিক্ষত, চারিত্রিক অবক্ষয়ের যাঁতাকলে আটকে যাচ্ছে আমাদের সম্ভাবনাময়ী যুব সমাজ।

গণমাধ্যম দেয়া এক বিবৃতিতে তিনি আজ এসব কথা বলেন।

তিনি বলেন, হিন্দি সিরিয়াল দেখে তরুণ-তরুণীরা তাদের জীবন যাপন পদ্ধতি অনুসরণের চেষ্টা করছে। ফলে পারিবারিক ভারসাম্যতা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। হিন্দি সিরিয়ালের ছবিগুলোর বেশির ভাগই উদ্ভট, অবাস্তব ও কাল্পনিক কাহিনী দিয়ে সাজিয়েছে। যাতে অনৈতিক কর্মকান্ড, পরকীয়া, লিভ-টুগেদার ইত্যাদিতে ভরপুর।

ইউনুছ আহমাদ আরো বলেন, এধরণের সিরিয়ালগুলো দেখে আমাদের দেশের নারীরা ধ্বংস হয়ে পরকীয়ায় জড়িয়ে পরছে। এতে সামাজিক বন্ধন দিন দিন ছিন্ন হয়ে পরছে। তাই ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন