আলোচনা সভায় নগর সভাপতি জি এম বায়েজীদ বলেন, আজ আমরা শহীদদের ত্যাগ ও প্রাণ উৎসর্গের কথা ভুলে গেছি। তারা যে ভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছেন আমরা সে ভাষার মর্যাদাহানী করছি।বাংলা ভাষায় ইংরেজি শব্দ ব্যবহার আশঙ্কা জনক হারে বেড়ে যাচ্ছে। ফলে বাংলা ভাষা হারাচ্ছে তার আসল সৌন্দর্য ও প্রকৃত মাধুর্য। শহীদদের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকেই অপসংস্কৃতি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণের মূর্তি অপসারণের ব্যাপারে সরকারকে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বাংলার তৌহিদী জনতা জীবনের বিনিময়ে হলেও এ মূর্তি উৎখাত করবে।

সভা শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম -এর ২০১৭ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং শপথ গ্রহণ করা হয়।
● সভাপতি- জি এম বায়েজীদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
● সহ-সভাপতি- দেলোয়ার হুসাইন (ইফতা, কাওমিয়া মাদরাসা)
● সাধারণ সম্পাদক- মু. নূরুল ইসলাম (নর্দান ইউনিভার্সিটি)
● সাংগঠনিক সম্পাদক- মু. মনোয়ার হুসাইন (এশিয়ান ইউনিভার্সিটি)
● প্রশিক্ষণ সম্পাদক- মু. হুমায়ুন কবীর (সরকারি বাঙলা কলেজ)
● প্রকাশনা সম্পাদক-মু. সফিউল ইসলাম (মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ)
● অর্থ সম্পাদক-মু. মিজানুর রহমান (শাহ আলী কামিল মাদরাসা)
● দফতর সম্পাদক- মু. নাজির আহমেদ তালুকদার (মুসলিম এইড ইনস্টিটিউট)
● বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক- মু. আবু হানিফ (জাতীয় বিশ্ববিদ্যালয়)
● কাওমিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক- মু. রায়হান আহমাদ (তাকমীল, কাওমিয়া মাদরাসা)
● আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক- মু. মাকসুদুল হক তাজিম (মদীনাতুল উলূম বালক কামিল মাদরাসা)
● কলেজ বিষয়ক সম্পাদক- মু. আলমগীর হুসাইন (মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ)
● স্কুল বিষয়ক সম্পাদক- মু. সাব্বির খান (ফেডারেল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ)
● ছাত্রকল্যাণ সম্পাদক- মু. খলীলুর রহমান (তাকমীল, কাওমিয়া মাদরাসা)
● সাহিত্য ও সংস্কৃতি বি. সম্পাদক- মু.আবদুর রহীম (নেছারিয়া দাখিল মাদরাসা)
● সদস্য- মু. আব্দুল মুকীত (প্রাইভেট বিশ্ববিদ্যালয়)
● সদস্য- মু. আবদুল ওয়াদুদ (তাকমীল, কাওমিয়া মাদরাসা)।
বার্তা প্রেরক:
সফিউল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন