আশরাফ আলী সোহান: বাংলাদেশী নাজমার ডাকে বিশ্বজুড়ে হিজাব দিবস পালিত

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

বাংলাদেশী নাজমার ডাকে বিশ্বজুড়ে হিজাব দিবস পালিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত  তরুণী নাজমা খানের ডাকে চতুর্থ বছরের মতো বিশ্বজুড়ে 'আন্তর্জাতিক হিজাব দিবস' পালিত হয়েছে গতকাল। নাজমার আহবানে সাড়া দিয়ে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিশ্বের প্রায় ৬৭টি দেশের মুসলিম-অমুসলিম নারীরা হিজাব দিবস পালন শুরু করে। এ বছর 'নারীর হিজাব পরার পক্ষে দাঁড়ান' এ আহবানকে সামনে রেখে বিশ্বের ১৯০টি একযোগে হিজাব দিবস পালিত হয়। শুরুর পর মাত্র দুই বছরের মাথায় গতবার ১৫০টি দেশে এই দিবস পালিত হয়েছিল।

১১ বছর বয়সে বাংলাদেশ থেকে আমেরিকায় পাড়ি দেওয়া নাজমা হিজাব দিবস পালন করার ব্যাপারে বলেন, তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন তখন তাকে অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাটম্যান এবং নিনজা বলে ডাকা হতো। আর ২০০১ সালের নাইন ইলেভেনের পর তাকে ডাকা হতো ওসামা বিন লাদেন ও সন্ত্রাসী বলে। তিনি বলেন, হিজাবকে সাধারণত যুক্তরাষ্ট্রে নারীর প্রতি নিপীড়ন ও বৈষম্যের প্রতীক হিসেবে দেখা হয় এবং এ জন্য তাকেও অনেক বৈষম্যের শিকার হতে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন