প্রধান অতিথি বক্তব্যে তার সাংগঠনিক জীবনের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ইশা ছাত্র আন্দোলন গঠিত হবার সময় আমি ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলাম। কিন্তু দ্বীন বিজয়ের এই হক কাফেলায় যোগ দিতে পেরে নিজেকে এখন ধন্য মনে করছি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ছাত্র আন্দোলনই পারে একটি ছাত্রকে পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। অতএব ছাত্রজীবনকে আদর্শের উপর টিকিয়ে রাখতে ইশা ছাত্র আন্দোলনের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর সহ সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। আআরো উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইসমাঈলসহ ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলন ডেমরা থানার নেতৃবৃন্দ।
ডেমরা সংবাদদাতা: শেখ মাহবুব নাহিয়ান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন