অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের ঈমান ঠিক করতে হবে সবার আগে।আমরা গনতন্ত্রের বিশ্বাসে অনায়াসে ভোট দিয়ে যাচ্ছি কিন্তু আমরা কি কখনো ভেবেছি গনতন্ত্রের ব্যাখ্যা হলো সকল ক্ষমতার উৎস জনগন আর কুরআনের বক্তব্য হলো সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। যখন আমরা কুরআনের বিপরীতে মানব রচিত তন্ত্রের বিশ্বাসে আল্লাহর সাথে জনগনকে শরীক করছি তখন কি করে আমাদের ঈমান থাকতে পারে। আল্লাহর নবী (সা:) বলেছেন বৃদ্ধরা আমার বিরোধীতা করেছে আর যুবক খালেদ সাইফুল্লাহ, ওমর খাত্তাবসহ যুবকরাই আমাকে ইসলামের বিজয়ে সাহায্য করেছে, সবার আগে এগিয়ে এসেছে। হযরত পীর সাহেব চরমোনাই মানবতার মুক্তির লক্ষ্যে গনতান্ত্রিক মতবাদের ভিত্তির বিপরীতে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার ডাক দিয়েছেন আর এ বিজয়ের জন্য সবার আগে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দফতর সম্পাদক তার বক্তব্যে বলেন যুগে যুগে যুবকরাই বিপ্লবের নেতৃত্ব দিয়ে এসেছে। বিপ্লবের জন্য চাই যুবকদের মাঝে গনজাগরন। তাই পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ইসলামকে বিজয়ী করতে আসুন গনবিপ্লবের মিছিলে আমরা যোগ দেই।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুহা. জুবায়ের আহমদ। আলোচনা শেষে প্রধান অতিথির দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
সমাবেশ শেষে অনুষ্ঠানে আগত নতুন যুবকদের সদস্যরা সদস্য ফরম পূরণ করে।
[caption width="300" id="attachment_2978" align="alignnone"]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন