আইএবি নিউজ: ঐতিহাসিক চরমোনাই মাহফিলের আজ প্রথম দিনে বাদ মাগরিব জাতীয় শিক্ষক ফোরামের জেলা প্রতিনিধি সম্মেলন মাদ্রাসা ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুস সবুর এমএসসি এর পরিচালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারী জেনারেল এ্যাড. লুৎফর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয়
যুগ্ম আহবায়ক অধ্যাপক ফজলুল হক মৃধা, কেন্দ্রীয় সদস্য সচিব শিক্ষক নেতা মাওলানা এবিএম জাকারিয়া, কেন্দ্রীয় সদস্য্ প্রভাষক মাওলানা আলগীর হোসাইন, কেন্দ্রীয় সদস্য এবং বরিশাল বিভাগীয় জোন জিম্মাদার উপাধ্যাক্ষ মাওলানা ওয়ালি উল্লাহ, কেন্দ্রীয় সদস্য প্রিন্সিপাল হুমায়ুন কবীর, সদস্য (দফতর) ভাইস প্রিন্সিপ্যাল আমজাদ হোসেন আজমী, সিলেট বিভাগের জোন জিম্মাদার মাওলানা মিয়াজুল করীম, চট্রগ্রাম মহানগর আহবায়ক এবং বিভাগীয় জোন জিম্মাদার প্রিন্সিপ্যাল মাওলানা ক্বারী দিদারুল মাওলা প্রমূখ।
সম্মেলনে জেলা দায়িত্বশীলবৃন্দ শিক্ষক ফোরামের কাযর্কমকে আরো বেগবান করার জন্য তৃণমূল পর্যায়ে শিক্ষকদের মধ্যে ফোরামের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রতিনিধি সম্মেলনে সারাদেশ থেকে বিপুল পরিমাণ শিক্ষক এতে অংশ নেন।
সম্মেলনে কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন যে, নাস্তিক্যবাদী, সেক্যুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতী বিধ্বংষী পাঠ্যক্রম সংশোধনে জাতীয় শিক্ষক ফোরাম কাযর্করী ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।থতিনি চক্রান্তকারীদের মুখোশ উন্মোচনে জাতীয় শিক্ষক ফোরামের দায়িত্বশীল, সদস্য, সমর্থকদের সর্বদায় সর্তক থাকার আহবান জানান।।
বক্তব্যের ধারাবাহিকায় কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তার বক্তব্যে বলেন ইসলামকে বিজয় করার অন্যতম ধারাবাহিকতার নাম জাতীয় শিক্ষক ফোরাম। শিক্ষা জাতীর মেরুদন্ড আর শিক্ষকগণ হলেন শিক্ষার প্রাণ।তাই ইসলামকে বিজয়ী করতে হলে শিক্ষার বিপ্লবের বিকল্প নেই, তাই স্ব-স্ব অবস্থান থেকে সকল শিক্ষকগনকে জাতীয় শিক্ষক ফোরামের প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে ।
পরিশেষে দোয়ার মাধ্যমে সম্মেলন পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
চরমোনাই মাহফিল থেকে, আশরাফ আলী সোহান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ: অদ্য ২৯ জানুয়ারি'১৭ মঙ্গলবার বিকাল ৩টায় চন্দনা চৌরাস্তা সংলগ্ন ময়মনসিংহ রোডে টেকনগপাড়াস্থিত সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দ...
-
Ashraf Ali Sohan - Musical artist, Writer, Web Developer, and young Entrepreneur from Bangladesh Ashraf Ali Sohan Is a Bangladeshi Islamic s...
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন