
সংগঠনের নোয়াখালী জেলা (উত্তর) শাখা আয়োজিত জেলা সম্মেলন'১৭ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জেলা সভাপতি মুহাম্মদ সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেয মাওলানা কাউসার আহমাদ, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ থানা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুর রহীম, ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আল আমীন সাইফুল্লাহ, ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার সদ্য সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
সম্মেলনে জেলার বিগত কমিটি বিলুপ্ত করে সেক্রেটারি জেনারেল নোয়াখালী উত্তরের ২০১৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে তিনি মু. সাখাওয়াত উল্লাহকে সভাপতি, মু. সাদ্দাম হোসাইনকে সহ-সভাপতি ও মু. তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে শপথবাক্য পাঠ করান।
নোয়াখালী প্রতিনিধি: আব্দুল ওয়াহাব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন