মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
শরীয়তপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে বোরকা ও দাড়ি নিষিদ্ধ করায় ইশা ছাত্র আন্দোলনের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার : শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বোরকা ও দাড়ি নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্পব বিকাশ পাল চৌধুরীর বিরুদ্ধে। রোববার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানায়, শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিল্পব বিকাশ পাল চৌধুরী দীর্ঘ দিন যাবত বোরকাসহ ধর্মীয় পোষাক পড়ে আসা শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছে। এমন কি যে সকল শিক্ষক ধর্মীয় অনুশাসন মেনে চলে তারাও অধ্যক্ষকের হাতে বৈষ্যমের শিকার হতে হয়। এই নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিক্রিয়ায় রোববার সকাল থেকে শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে অধ্যক্ষের অপসারণ চেয়ে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও আন্দোলন করে। খবর পেয়ে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান ও পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশের একটি ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রাবিকা সুলতানা পাকিজা, জুয়েল রানা, নবম শ্রেণীর তামান্না ও দশম শ্রেণীর মো. আরিফ জানিয়েছে, যে সকল শিক্ষার্থীরা রোরকা, পাঞ্জাবী ও দাড়ি টুপি পড়ে স্কুল ও কলেজে আসে তাদের সাথে অধ্যক্ষ বিল্পব বিকাশ পাল চৌধুরী খারাপ আচরণ করে। অধ্যক্ষ স্যার আমাদের উদ্দেশ্যে বলেন কোন ছাত্রী বোরকা পড়ে আসলে তার বোরকা ছিড়ে ফেলা হবে। পাঞ্জাবী ও টুপি পড়ে আসলে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আমাদের শিক্ষক মাসুম বিল্লাহ স্যার খুব ভালো ছিল তিনি ইসলামের পক্ষে কথা বলায় তাকে বদলি করে দেওয়া হয়েছে। আমরা এই অধ্যক্ষের অপসারণ দাবি করি। অভিযুক্ত শরীয়তপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিল্পব বিকাশ পাল চৌধুরী বলেন, শিক্ষার্থীরা হঠাৎ করে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তাদের অভিযোগের বিষয়ে আন্দোলনের পূর্বে আমাকে জানানো হয়নি। তাদের আন্দোলন অযৌক্তিক। একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে শিক্ষার্থীদের ইন্ধন জোগাচ্ছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
-
সিলেবাসের বাংলা বই থেকে গণ-মানুষের বোধ-বিশ^াস ও ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন