আশরাফ আলী সোহান: টেকনাফে ইশা ছাত্র আন্দোলনের কমিটি গঠন

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

টেকনাফে ইশা ছাত্র আন্দোলনের কমিটি গঠন

টেকনাফ থেকে এনামুল হক মঞ্জুর: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল (শনিবার) বেলা ২টায় হ্নীলা উম্মে সালমা (রা:) বালিকা মাদরাসা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ রফিকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাফেজ কবির আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওলানা তৈয়ব আরমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ ইমাম হোছাইন, অর্থ সম্পাদক হাফেজ জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি ছাত্রনেতা হাফেজ কলিমুল্লাহ ইসলামাবাদী।

সভায় আরো উপস্থিত ছিলেন হাফেজ ফরিদুল আলম, হাফেজ মোহাম্মদ মুছা, ইসহাক, আব্দুল জলিল, হাফেজ মুহাম্মদ রফিক, হাফেজ সরওয়ার কামাল, হাফেজ জাহেদ হোছাইন, হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে হাফেজ আখতার কামালকে সভাপতি, হাফেজ ফরিদুল আলমকে-সহ সভাপতি ও হাফেজ মোহাম্মদ রফিককে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন