আশরাফ আলী সোহান: ময়মনসিংহে ইসলামী আন্দোলনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

ময়মনসিংহে ইসলামী আন্দোলনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ময়মনসিংহ থেকে রফিক মণ্ডল: আজ ২৬ মার্চ রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ বড় মসজিদ প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা দোয়া ও সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা সেক্রেটারী মোশারফ হুসাইন খান জিহাদী।

বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দীয় সহকারি সাধারণ সম্পাদক মাও. মামুনুর রশিদ, যুব নেতা সাইফুল্লাহ মনসুর, খালেদ সাইফুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা সভাপতি রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওঃ জিহাদী বলেন, স্বাধীনতার ৪৬ বছর পরও আমরা পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ। আজ কোথাও মানুষের জান মালের নিরাপত্তা নেই, ইজ্জত আবরুর নিরাপত্তা নেই। আজো সীমান্তে পাখির মত গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। ভোটের অধিকার কেরে নেওয়া হচ্ছে। মুসলমানদের ঈমানী অধীকার কেরে নিয়ে সুপ্রিমকোর্টের সামনে মুর্তি স্থাপন করেছে। তিনি অবিলম্বে মুর্তি অপসারণের দাবি জানান।

সম্মেলন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন