আশরাফ আলী সোহান: মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতি নয়, হিন্দুয়ানী সংস্কৃতি : ইশা ছাত্র আন্দোলন কাফরুল থানা

রবিবার, ২ এপ্রিল, ২০১৭

মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতি নয়, হিন্দুয়ানী সংস্কৃতি : ইশা ছাত্র আন্দোলন কাফরুল থানা

স্টাফ রিপোর্টার : আজ ২ মার্চ রোজ রবিবার বাদ আসর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন কাফরুল থানা শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মদ রায়হান আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামানের সঞ্চালনায়  থানা কার্যালয়ে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত দাওয়াতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনোয়ার হুসাইন।

প্রধান অতিথি তার বক্তব্যে বললে, মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতি নায়, এটি হিন্দুয়ানী সংস্কৃতি। ঐতিহাসিক বাঙলা নথিপত্রের কোথাও বাঙালি সংস্কৃতি হিসাবে মঙ্গল শোভাযাত্রার উল্লেখ পাওয়া যায় না। বরং এটা হিন্দুদের উৎসব ও পুজা। সরলমনা বাঙালি মুসলিমদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ৯২ শতাংশ মুসলিম জনগোষ্ঠী কখনও তা মেনে নেবে না ।

তিনি আরো বলেন, প্রতিরক্ষা চুক্তির নামে দেশকে আবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার পাঁয়তারা চলছে। দেশবিরোধী কোন চুক্তি জনগণ হতে দেবে না । প্রয়োজনে দেশের স্বাধীনতা রক্ষায় আরেকটি মুক্তিযুদ্ধ হবে।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি মুহাম্মদ মোয়াজ্জেম হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন