আশরাফ আলী সোহান: ইসলামী রাজনীতির সিন্দাবাদ ও এগিয়ে যাওয়া খুদে নাবিকের ইতি কথা

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

ইসলামী রাজনীতির সিন্দাবাদ ও এগিয়ে যাওয়া খুদে নাবিকের ইতি কথা



সিন্দাবাদ এর গাঢ়ে ভুতের মত চেপে বসে উত্তাল সমুদ্র পাড়ি দেয়ার চেয়ে খুদে নাবিক হওয়া অবশ্যই উত্তম। অভিনন্দন বাংলাদেশের ইসলামী রাজনীতির খুদে নাবিক পীর সাহেব চরমোনাই রহঃ কে। ২০০১ সালের জাতীয় রাজনৈতিক সংকট দেখা দিলে ইসলামী রাজনীতির ঝানুলোকেরা যখন রাজনীতির উত্তাল সমুদ্রঝড় অতিক্রম করতে বিএনপির কাধে সিন্দাবাদের ভুতের মত চেপে বসেছিল তখন আপনি শাসনতন্ত্রের ছৌট্ট ব্যানারটা নিয়েই এগিয়ে গেছেন। মাঝ সাগরে বিএনপির ভুত তাড়ানো কিংবা আওয়ামী ভীতে গাঢ় থেকে নেমে যাওয়া দলগুলো আজ ভাঙতে ভাঙতে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত। বি,বাড়ীয়ার পৌর নির্বাচনে আমার বাবা প্রার্থী হওয়ার পর একজন ৯০উর্ধ আলেম জিজ্ঞেস করেছিলেন "শক্তি দেখাইতে এসেছো? দেখাও দেখি বি,বাড়ীয়াতে কত শক্তি আছে?" কিছুই বলি নাই। কারণ আমার সংগঠন তো আর বি,বাড়ীয়া ভিত্তিক নয়। ঐ নির্বাচনে আমরা ১৭শ'র কাছাকাছি আর মিনার ৭হাজরের কাছাকাছি। পরে ইউনিয়ন নির্বাচনে আমরা ৮টি ও মিনার ২টি ইউনিয়নে প্রার্থী দিতে পেরেছিল। গতকালের নাসিক নির্বাচনেও পাখা আর মিনার প্রার্থী দিয়েছে। চূড়ান্ত ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর হাতপাখা পেয়েছে -১৩৯১৪ ভোট আর ইসলামী ঐক্যজোট প্রার্থীর মিনার পেয়েছে -৯১০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা ক্যাটাগরিতে বি,বাড়ীয়া সি ক্যাটাগরির জেলা আর ঐক্যজোটের প্রাণ। বি,বাড়ীয়ার পৌর নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একা আর ইসলামী ঐক্যজোটের সঙ্গে ছিল সকল ইসলামী রাজনৈতিক দল ও স্থানীয় ওলামা-তুলাবা। নাসিক নির্বাচনে এজাতীয় কোনো সুবিধা বা অসুবিধা কিছুই ছিল না। নারায়ণগঞ্জ এ ক্যাটাগরির একটি জেলা। শক্তির বিচারে আকাশ পাতাল ব্যবধান। ঘরকুনো শায়েখরা যে কবে বুঝবেন যে "সিন্দাবাদ এর গাঢ়ে ভুতের মত চেপে বসে উত্তাল সমুদ্র পাড়ি দেয়ার চেয়ে খুদে নাবিক হওয়া অবশ্যই উত্তম।" অন্যের চুলার আগুনে একপোয়া দুধের ডেক রাখলে এবং দুধ ফুলে ডেকচি ভরে গেলে খুশি হওয়ার কিছুই নেই। কারণ চুলা থেকে ডেকচি নামাতে গেলা একপোয়াও থাকবে না। বিএনপির কাধে চড়ে এমপি হওয়া যতটা সহজ মিনার নিয়ে একটা ইউপি চেয়ারম্যান হওয়া ততটা সহজ নয় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন নিশ্চয়। মাদ্রাসার পোলাপান দিয়া মিছিল করানো আর ভোট বক্সে পাবলিকের ভোট পাওয়াও এক জিনিষ নয়। রাজনৈতিক শক্তি হাতে নয় ব্যালটেই প্রদর্শন করতে হয়। অভিনন্দন বাংলাদেশের ইসলামী রাজনীতির খুদে নাবিক পীর সাহেব চরমোনাই রহঃ কে। আমরা আপনার দেখানো পথেই এগিয়ে চলছি, এবং চলবো ইনশাআল্লাহ। আপনার দেখানো পথ আপনার সংগঠনের কোনো কর্মীর নিকট এক মূহুর্তের জন্যও অকেজো মনে হয়নি। যা আপনার সমসাময়িক লোকদের নেতাকর্মীদের নিকট মনে হয়েছে।

লেখকঃ  কলামিষ্ট ও সমাজসেবক

Save

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন