ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ক্ষমতা নয়, আমাদের লক্ষ্য ইসলাম প্রতিষ্ঠা। তিনি উলামায়ে কেরামকে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান শাসন ব্যবস্থা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। ঈমান-আমল নিয়ে বেচে থাকাই কঠিন হয়ে পড়েছে। ৯২ শতাংশ মুসলমানের দেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না তা হতে পারে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে নেতানেত্রীদের নামে কটুক্তি করলে বিচার হয়। আর আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে কটুক্তি করলে, ইসলাম ও কুরআন নিয়ে কটুক্তি করলে বিচার হয় না বা বিচারের আইন নেই এর লজ্জাজনক অবস্থা মুসলমানদের জন্য আর কি হতে পারে?
পীর সাহেব চরমোনাই বলেন, সরকার ঘুষ ও দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যে তা ক্রমেই ফুটে উঠেছে। অপরদিকে ছাত্রলীগ ও যুবলীগের তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেনো মিনি ক্যান্টমেন্টে পরিণত হয়েছে। সরকার দলীয় সোনার ছেলেদের লেখাপড়ার প্রয়োজন নেই। এখন তারা টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে ব্যস্ত।
তিনি বলেন, ইসলামী শক্তিগুলো শতধা বিভক্তির কারণে এবং তাগুতি শক্তির ক্রীড়নকের কারণে তাগুতি ও আল্লাহদ্রোহী শক্তিগুলো আমাদের মাথার উপরে জেঁকে বসেছে। নীতি ও আদর্শ জলাঞ্জলী দিয়ে অনেকে ইসলামের বিজয় করতে চান। তাগুতের সাথে সংমিশ্রণ করে এবং নারী নেতৃত্বের দ্বারা ইসলাম বিজয়ের ইতিহাস নেই। দেশের যে দূরাবস্থা চলছে তাতে উলামায়ে কেরামগণকে নীতি ও আদর্শের প্রশ্নে আপোসহীন থাকতে হবে। প্রচলিত আদর্শ বিবর্জিত রাজনীতির করালগ্রাস থেকে ফিরে এসে আদর্শ রাজনীতি প্রবর্তন এবং রাজনীতিতে গুণগত পরিবর্তনে হযরত উলামায়ে কেরামকে গুরুত্বপূর্ণ ভূমিকা ও নির্দেশনা দিতে হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
-
স্টাফ রিপোর্টার : ছাত্র সমাজের তৃণমূলে ইসলামের মর্মবাণী গেঁথে দেওয়ার লক্ষ্যে ঘোষিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের দাওয়াতি পক্ষকে সামনে ...
-
সিলেবাসের বাংলা বই থেকে গণ-মানুষের বোধ-বিশ^াস ও ধর্মীয় চেতনাবিরোধী বিতর্কিত গল্প কবিতা ও প্রবন্ধ বাদ দিয়ে নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ছ...
ok.....
উত্তরমুছুন