আশরাফ আলী সোহান: সরকার শ্রমিকের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে : পীর সাহেব চরমোনাই

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

সরকার শ্রমিকের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে : পীর সাহেব চরমোনাই

আইএবি নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, শ্রমিকরা আজ তাদের পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছে। সরকার তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আজ শ্রমিকরা মজুরী, বোনাসসহ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। একই সঙ্গে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে শ্রমিকরা আজ দিশেহারা। তাই অনতিবিলম্বে শ্রমিকদের মজুরী কমিশন ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বন্ধ মিল কলকারখানা চালু, রুগ্ন শিল্পকে সচল, সকল সেক্টরের শ্রমিকদের মজুরী কমিশন ঘোষণা ও বাস্তবায়ন, ২০ শতাংশ মহার্ঘভাতার এরিয়া প্রদান, পাট শিল্প কলকারখানার পিস রেট শ্রমিক, ও ব্যাটারী চালিত ইজিবাইক শ্রমিকসহ সকল সেক্টরের শ্রমিকদের সমস্যার সমাধান এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষে গতকাল জুম্মাবাদ ইসলামী শ্রমিক আন্দোলন জেলা উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম এবং পরিচালনা করেন জেলা উত্তরের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন ও দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউওয়াল। প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আশরাফ আলী আকন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ আবু তাহের, মোঃ খলিলুর রহমান, ডাঃ কেএম আল আমীন এহসান, অধ্যক্ষ মুজ্জাম্মিল হক, মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইঞ্জিনিয়ার রজব আলী, মুফতি মাহাবুবুর রহমান, শেখ জামিল আহম্মেদ, শেখ মোঃ নাসির উদ্দিন, মুসা লস্কর, মুফতি আমানউল্লাহ, শেখ হাসান ওবায়দুল করিম, গোলাম মোস্তফা সজিব মোল্লা, এস এম আনিসুর রহমান, হাফেজ হুমায়ুন কবির, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইমরান হুসাইন, ইঞ্জিনিয়ার এজাজ মনসুর, মোঃ নুরুল হুদা সাজু, মোঃ লুৎফর রহমান নকিব, মোঃ মোশারেফ হোসেন মুসা, মাওলানা মফিদুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, গাজী মোঃ মুরাদ হোসেন, মোঃ মনিরুজ্জামান তালুকদার, ইমদাদুল হক টুটুল, কেএম রশিদ আহম্মেদ, মোঃ ইব্রাহিম খান, মোঃ খালেক আকন, মোঃ আজাদ, মোঃ নজরুল ইসলাম, গোলাম মোস্তফা মোঃ মাহাবুবুর রহমান, মোঃ আলতাফ হোসেন, সেলিম আকন, গফ্ফার মল্লিক, দেলোয়ার হোসেন, মোঃ আল আমিন, মোঃ ফারুক প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন