আশরাফ আলী সোহান: ডিএনসিসিতে অগ্নিকাণ্ড, দোষীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবী পীর সাহেব চরমোনাই'র

বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

ডিএনসিসিতে অগ্নিকাণ্ড, দোষীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবী পীর সাহেব চরমোনাই'র



ইসলামী আন্দোলনের আমীর  মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গুলশান-১ ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করে আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ছয় শতাধিক দোকান পুড়ে যাওয়া এবং মার্কেটের একটি অংশ ধসে পড়া ব্যবসায়ীরা বড়ধরণের ক্ষতির সম্মুখীন হলো এতে সবাইকে মর্মাহত ও ব্যথিত করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ এবং দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন