আশরাফ আলী সোহান: দেশে সুশাসন ফিরিয়ে আনতে যুবকদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে : পীর সাহেব চরমোনাই

বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

দেশে সুশাসন ফিরিয়ে আনতে যুবকদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে : পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই  বলেন, ইসলামের প্রথম যুগে মক্কার কাফিরদের রক্ত চক্ষু উপেক্ষা করে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিল যুবকরা। তাই বাংলাদেশের প্রতিটি স্তরে জেকে বসা জাহেলিয়াত ও দুঃশাসন দূর করে সুদিন ফিরিয়ে আনতে যুব সমাজকেই দায়িত্ব কাধে তুলে নিতে হবে।

বুধবার ১৮ই জানুয়ারি সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা ও মহানগর দায়িত্বশীলদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় পরিচিতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় আহ্বায়ক কে এম আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মাও. অধ্যক্ষ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মাও. অধ্যক্ষ মুজ্জাম্মিল হক, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলার  আহ্বায়ক মোঃ এজাজ মানসুর, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কাবির, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলার প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, রূপসা থানার সদস্য সচিব মাও. হারুন অর রশিদ। আরো উপস্থিত ছিলেন শেখ নাসির উদ্দিন, মুফতি আমানুল্লাহ, হাসান ওবায়দুল করিম, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, ছাত্র নেতা মোঃ তরিকুল ইসলাম, আব্বাস আলী, মোঃ নুরুল ইসলাম  প্রমুখ।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, শিক্ষানীতি নিয়ে নাস্তিক্যবাদ গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করলে তার পরিণাম ভাল হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন