আশরাফ আলী সোহান: ইশা ছাত্র অান্দোলন নাঙ্গলকোট উপজেলা শাখায় ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

ইশা ছাত্র অান্দোলন নাঙ্গলকোট উপজেলা শাখায় ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত



অাজ ১৯ জানুয়ারি'১৭ বৃহস্পতিবার বেলা ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন (কুমিল্লা জেলার) নাঙ্গলকোট উপজেলা শাখার  সভাপতি মোঃ মনির হোসাইনের সভাপতিত্বে ইউনিয়ন দায়িত্বশিলদের নিয়ে "ইউনিয়ন প্রতিনিধি সভা" অনুষ্ঠিত হয়।

সভায় অংশ গ্রহণ করেন  ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ। আলোচনায় উপজেলা এবং প্রতিটি ইউনিয়নের শাখার সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা হয় এবং অাগামী '২৭ জানুয়ারি' কেন্দ্রীয় সম্মেলনকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।



 

 

 

 

 

সভায় অারো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ নুরুন্নবী, সাংগঠনিকসম্পাদক মোঃ অাবু জাফর, অর্থ সম্পাদক হাঃ মোঃ ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ রবিউল হোসেন, কাওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোহা. দিদারুল অালম সহ বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দৃঢ় শপথ নিয়ে আলোচার সমাপ্তি ঘোষণা করা হয়


Save

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন