আশরাফ আলী সোহান: মুসল্লিদের তাকবির ধ্বনিতে মুখরিত তুরাগ তীরের বিশ্ব ইজতেমা

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭

মুসল্লিদের তাকবির ধ্বনিতে মুখরিত তুরাগ তীরের বিশ্ব ইজতেমা

৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। লাখো মুসল্লির উপস্থিতিতে ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে কোরআন-হাদিসের আলোকে মুরব্বীদের গুরুত্বপূর্ণ বয়ান। লাখো মুসল্লির তাকবির ধ্বনিতে মুখরিত এখন তুরাগ তীরের বিশ্ব ইজতোর ময়দান । মুরব্বিরা জানান, হেদায়েত ও তাশকিলের বয়ান হবে আজ। আগামীকাল রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যোগ দেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিদেশি মেহমান খানার ব্যবস্থা রয়েছে। ইজতেমা ময়দানে গত রাতে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন