আমীরুল মুজাহিদীন সৈয়দ মুফতি রেজাউল করীম
পীর সাহেব চরমোনাই'র উদ্বোধনি বয়ানের মাধ্যমে আজ শুরু হলো চট্টগ্রামের তিন দিনের মাহফিল। বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আজ বাদ জোহর বিশাল এই মাহফিলের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনি বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, দুনিয়ার কল্যাণ ও পরকালের মুক্তির জন্য আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য খুবই গুরুত্বপুর্ণ। কিন্তু আল্লাহর ওলীর বেশ ধরে কিছু শরিয়ত পরিপন্থি ভন্ড পীর তাসাউফের পবিত্র
রাস্তাটিকে কলুষিত করছে। আর কিছু অবুঝ মানুষ ভন্ডদের কার্যক্রমে তিক্ত হয়ে না বুঝে তাসাউফের বিরোধিতা করছে।উভয়ই ভুলের মধ্যে আছে। তিনি বলেন, সঠিক আল্লাহ ওয়ালা হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে। আমি যদি শরিয়ত পরিপন্থি কিছু করি তাহলে আমাকে পীর মানা আপনাদের জন্য ভুল হবে।
আজ বাদ জোহর অনুষ্ঠিত বয়ানে হাজারো জাকিরীনদের জিকির ও রোনাজারিতে কানায় কানায় ভরে উঠে পলোগ্রাউন্ড মাঠ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর প্রচার সম্পাদক ও মাহফিলের মিডিয়া সমন্বয়ক মুহা. সগীর আহমদ চৌধুরী থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় মাহফিলটি প্রতি বছর নগরীর আগ্রাবাদস্থ জাম্বুরী মাঠে হলেও
গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রতদত্ত মাঠে উদ্যান নির্মাণ করায় এ বছর মাহফিলটি চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্টিত হচ্ছে। মাহফিলে পীর সাহেব চরমোনাই প্রতিদিন বাদ ফজর ও বাদ এশা মোট ৬টি বয়ান করবেন ও শায়খুল হাদিস মুফতি ফয়জুল করীম ৭ তারিখ সকালে বয়ান করবেন। বয়ানের বিষয়ের মধ্যে থাকবে প্রথম দিন শরিয়ত, দ্বীতিয় দিন তরিকত ও তৃতীয় দিন সমসাময়িক আলোচ্য বিষয়াদি। এছাড়া আগামিকাল জুমার পুর্বে সাধারণ বয়ান ও জুমার ইমামতি করবেন পীর সাহেব চরমোনাই। ৮ জানুয়ারী ফজর নামাজের পর আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।
মাহফিল পরিচালনা কমিটি থেকে জানা যায়মাহফিল নির্বিঘ্ন করতে মাঠের আশে পাশে শতাধিকসিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এছাড়াওপাচ শতাধিক শৌচাগার ও অযু ইস্তেঞ্জার জন্য
এক লাখ কিলোমিটার ধারণ ক্ষমতাসম্পন্ন ১৭টি
পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে। মাহফিলের শৃঙ্খলার জন্য ১২০০ পুরুষ সেচ্ছাসেবক ও নারী প্যান্ডেলে ২০০ সেচ্ছাসেবিকা নিযুক্ত থাকবে। মাহফিল পরিচালনা কমিটি আরো জানান, প্রায় দুই লক্ষাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল মাঠে পুরুষদের জন্য ৬০ হাজার বর্গফুট ও নারীদের জন্য খাছ পর্দা সহকারে ৮০ হাজার বর্গফুট আলাদা আলাদা শামিয়ানা করা হয়েছে। নারীদের শামিয়ানায় থাকবে অযু ও ইস্তেঞ্জার ব্যবস্থা, ইসলামি বইয়ের স্টল ও হিজাব, বোরকাসহ নানা ধর্মীয় পোশাকাদির দোকান। এছাড়াও মাঠের পাশে ৩০০এর অধিক স্টল সম্পন্ন দেশের সর্ব বৃহত ইসলামী বই মেলা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অন্যান্য কর্মসুচীঃ
এছাড়াও মাহফিলের পাশাপাশি অন্যান্য কর্মসুচী হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগি সংগঠগুলো। কর্মসুচীগুলোর মধ্যে থাকবে ৬ জানুয়ারী সকাল ১০টায় ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শ্রমিক সমাবেশ, বাদ জোহর ইশা
ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ছাত্র গণজমায়েত, বাদ আসর ইসলামি আইনজীবি পরিষদের সমাবেশ। ৭ জানুয়ারী সকাল ১০টায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ওলামা ও সুধী সমাবেশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
আইএবি নিউজ: অদ্য ২৯ জানুয়ারি'১৭ মঙ্গলবার বিকাল ৩টায় চন্দনা চৌরাস্তা সংলগ্ন ময়মনসিংহ রোডে টেকনগপাড়াস্থিত সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দ...
-
Ashraf Ali Sohan - Musical artist, Writer, Web Developer, and young Entrepreneur from Bangladesh Ashraf Ali Sohan Is a Bangladeshi Islamic s...
-
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (১৯৯১-২০১৬) প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন এর সফল রূপকার, ইসলামের মুক্তিদাতা চরিত্রকে জনমানসে প্রত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন