আশরাফ আলী সোহান: রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামকে বিজয়ী করতে হবে: মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

শনিবার, ৪ মার্চ, ২০১৭

রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামকে বিজয়ী করতে হবে: মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আইএবি নিউজ: আজ ৪ই মার্চ'১৭ (শনিবার) ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী-এর উদ্যেগে আঞ্জুমান ঈদগাহ ময়দানে আয়োজিত সীরাতুন্নবী স. সম্মেলনে আলোচনা কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমাদেরকে রাসূল সা. এর আদর্শে উজ্জীবিত হয়েই ইসলামকে বিজয়ী করতে হবে। রাসূল সা. এর আদর্শ প্রতিষ্ঠা ব্যতীত অন্যকোনো আদর্শের মাধ্যমে দেশে স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তি সম্ভব নয়।

তিনি আরো বলেন, মুসলমানরা আজ রাসূল সা . এর প্রদর্শিত পথে না চালার কারণে তাদের উপর নেমে এসেছে লাঞ্ছনা বঞ্চনা। সারা বিশ্বে মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত। মায়ানমারের বস্থা আপনারা জানেন, প্রতিনিয়ত সেখানে মুসলমানকে মারা হচ্ছে। কি অপরাধ তাদের? তারা মুসলমান এটাই কি তাদের অপরাধ ?

তিনি আরো বলেন, সরকার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রীক দেবীর মূর্তি স্থাপনের মাধ্যমে মুসলিমদের কলিজায় আঘাত করেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। জীবন দিয়ে হলেও মুসলমান এই মূর্তি অপসারণ করবেই ইনশাল্লাহ।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, আল্লামা তাফাজ্জুল হক, আল্লামা ফজলুল হক, আল্লামা আনোয়ার শাহসহ বরেণ্য উলামা মাশায়েখগণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন