আশরাফ আলী সোহান: জাতীয় ঈদগাহঘেঁষে লেডি মূর্তি স্থাপনের মাধ্যমে মুসল্লিদের নামায বিনষ্ট করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

রবিবার, ৫ মার্চ, ২০১৭

জাতীয় ঈদগাহঘেঁষে লেডি মূর্তি স্থাপনের মাধ্যমে মুসল্লিদের নামায বিনষ্ট করার চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

আইএবি নিউজ: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, কোনো মহলের দাবি বা কারো সাথে শলাপরামর্শ ছাড়াই সুপ্রিমকোর্টের ছুটিকালীন সময়ে জনগণের আস্থার কেন্দ্রটিতে গ্রিক দেবির মূর্তি স্থাপন এ দেশের জাতীয় ঐতিহ্য, ধর্মীয় চেতনা ও বিশ্বাসের উপর চরম আঘাত। সরকারের বুঝা উচিত যে, অতিসত্তর ঐ মূর্তি অপসারণ করা না হলে সামনে রমযান ও ঈদে লাখ লাখ মুসল্লি জাতীয় ঈদগাহে মূর্তি সামনে নিয়ে ঈদের নামায পড়বে না।

রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষিত কর্মসুচী বাস্তবায়নে পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা মাদানী বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ বিচারালয় প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন মুসলমানদের সাথে তামাশার শামিল। জাতীয় ঈদগাহঘেঁষে লেডি মূর্তি স্থাপন করে মুসল্লিদের নামায বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় ঈদগাহ’র সম্মান রক্ষার্থে অবিলম্বে লেডি মূর্তি অপসারণ করুন অন্যথায় সর্বত্র সরকারের বিরুদ্ধে জনমত চলে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন