আশরাফ আলী সোহান: দায়িত্বশীল মনোভাব বজায় রেখে কাজ করে যেতে পারলে ইসলামী বিপ্লব ত্বরান্বিত হবে: একেএম আবদুজ্জাহের আরেফি

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

দায়িত্বশীল মনোভাব বজায় রেখে কাজ করে যেতে পারলে ইসলামী বিপ্লব ত্বরান্বিত হবে: একেএম আবদুজ্জাহের আরেফি

আইএবি নিউজ: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক একে এম আবদুজ্জাহের আরেফি বলেছেন, দায়িত্ব একটি বিশেষ পাওয়া। এখানে সময়ের গুরুত্ব অতীব গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষই তার নিজের ব্যাপারে দায়িত্ববান। সমাজ বিপ্লব সংঘবদ্ধ জনশক্তি ছাড়া সম্ভব হয় না। ইসলামও সমাজ বিপ্লবে সংঘবদ্ধতা তথা সাংগঠনিক জীবনের প্রতি সবিশেষ গুরুত্বারোপ করেছে। ইসলামী সমাজ বিপ্লব সংগঠিত করতে দায়িত্বশীলদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার বিকল্প নেই। তারা যত বেশি সক্রিয় হবে, বিপ্লবের পথ তত দ্রুত ত্বরান্বিত হবে। মুক্তি পাবে মজলুম মানবতা।

গতকাল ২ মার্চ রোজ বৃহস্পতিবার বাদ আসর থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা (উত্তর) শাখা আয়োজিত জেলা দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল তারবিয়াত তথা প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপর্যুক্ত কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি হাফেয সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়াতে জেলা নির্বাহি কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নোয়াখালী প্রতিনিধি: আব্দুল ওয়াহাব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন