আশরাফ আলী সোহান: সরকারের লুণ্ঠনের তহবিল জোগাতেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি : পীর সাহেব চরমোনাই

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

সরকারের লুণ্ঠনের তহবিল জোগাতেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি : পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার নিন্দা জানিয়ে বলেন, গ্যাস উত্তোলনকারী প্রত্যেকটি প্রতিষ্ঠান যখন লাভজনক অবস্থায় আছে, তখন কোনো যুক্তিতেই মূল্যবৃদ্ধির প্রস্তাবনা আসতে পারে না। গণশুনানির ৯০ দিনের মধ্যেই দাম ঘোষণা করার কথা। এই সময় ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। ফলে এখন দাম বাড়লে তা বেআইনি হবে। সরকারের লুণ্ঠনের তহবিল জোগাবার জন্যই দাম বৃদ্ধির এই আয়োজন চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দাম বৃদ্ধির ফলে লাখ লাখ শ্রমজীবী মেহনতি জনগণের ওপর নেমে আসবে নিদারুণ অর্থনৈতিক চাপ। কেননা গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথেই বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য।

তিনি বলেন, লুটপাটের সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকেই জিম্মি করতে চাইছে। সরকারের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার সাথে সাথে গণতান্ত্রিক শক্তিকে সাথে নিয়ে গণবিরোধী এই তৎপরতা প্রতিহত করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন