
উক্ত কর্মশালায় বিভাগ ওয়ারি দায়িত্বশিলদের প্রতিবেদন নেয়া হয় এবং পর্যালোচনা করা হয়। এছাড়াও কুরআন, হাদিস অধ্যয়নের প্রতি গুরুত্বরোপ করে বলা হয় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে কুরআন হাদিস অধ্যয়নের বিকল্প নেই। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, ইসলামী অান্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী-মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম। অারো ছিলেন, জোন জিম্মাদার আলহাজ সেলিম মাহমূদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইসলামী অান্দোলন বাংলাদেশ এবং জোন ভিত্তিক জেলা নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন