আশরাফ আলী সোহান: শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত বাতিল না করলে ১লা বৈশাখ বিকল্প কর্মসুচি নিয়ে মাঠে নামবে তৌহিদী জনতা: ইসলামী আন্দোলন ঢা. ম. দ.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭

শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত বাতিল না করলে ১লা বৈশাখ বিকল্প কর্মসুচি নিয়ে মাঠে নামবে তৌহিদী জনতা: ইসলামী আন্দোলন ঢা. ম. দ.

আইএবি নিউজ: পহেলা বৈশাখ শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রার সরকারি সিদ্ধান্ত বাতিল না করলে বিকল্প কর্মসুচী নিয়ে তৌহিদী জনতা মাঠে নামবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। তিনি বলেন, বর্ষবরণের নামে হিন্দুয়ানী সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রা ৯২ ভাগ মুসলমানদের উপর চাপিয়ে দেয়ার চক্রান্ত দেশবাসী রুখে দাড়াবে। পহেলা বৈশাখ মুসলমানদের কোন উৎসব নয়। হিন্দুয়ানী সংস্কৃতি মুসলমানদের উপর চাপিয়ে দেয়ার চক্রান্ত রুখে দিতে প্রয়োজনে তৌহিদী জনতা ঈমান রক্ষায় মাঠে নেমে আসবে। তাই এধরণের ঈমানবিধ্বংসী মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

গতকাল (১১ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আলহাজ্ব্ আলতাফ হোসেন, ডা. শহিদুল ইসলাম, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম, মাওলানা আবদুল কাদির, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা নাযীর আহম শিবলী, অধ্যাপক ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, আবু আশিক, আলহাজ্ব ইসমাঈল হোসেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মোঃ আবুল হাসান প্রমুখ।

সভায় ২১ এপ্রিল সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তির অপসারণের দাবীতে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় মহাসমাবেশ সফলের জন্য দেশের ঈমানদার জনতার প্রতি আহ্বান জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন